থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। পানির স্তর বেড়ে যাওয়ায় গত তিন দিনে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় প্রায় ৫ লাখ ৩৪ হাজার পরিবার প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সোংখলা প্রদেশের চানা জেলা। ভিডিও ফুটেজে বন্যার পানির স্রোতে ডুবে থাকা মানুষদের বাড়ি থেকে ট্রাকে করে নিয়ে যেতে দেখা গেছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ইয়ালা প্রদেশের সাতেং নক জেলায় শনিবার উদ্ধারকারীরা বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ছাদ থেকে একটি শিশুকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের মতে, প্রতিবেশি মালয়েশিয়ায় বন্যায় নয়টি রাজ্যে প্রায় এক লাখ ৩৯ হাজার মানুষ প্রভাবিত হয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় শনিবার আরও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই বন্যা হয়েছে এসব এলাকাতে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিবেশি ফিলিপাইনে নভেম্বরে ছয়টি টাইফুন আঘাত হেনেছিল। এতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল।