Published : Saturday, 30 November, 2024 at 11:56 PM
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্ট। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরো ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।
ঢাকায় আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর টানা তিন ঘণ্টা দর্শকের সামনে নেচে, গেয়ে মাতালেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশি-বিদেশি এত বড় মাপের সব শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। এই কনসার্টে দর্শকদের ভালোবাসা আমাদের জন্য ছিল অন্য এক মাত্রায়।
এদিন স্টেডিয়ামে প্রবেশের গেট খোলা হয়েছিল দুপুর ১টায়। নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ বিকাল ৩:৩০ টায় কনসার্ট শুরু করতে সক্ষম হওয়া ছিল একটি বিশাল সাফল্য।
কনসার্টের ভেন্যুতে মেয়েদের জন্য ফ্রি প্যাড রাখা হয়েছিল। প্রতিটি জোন আলাদা ছিল এবং তিন লেয়ারের ব্যারিকেডের পাশাপাশি ছিল এলিট ফোর্সের নিরাপত্তা। ভেন্যুতে প্রায় ৮০ হাজার বোতল পানি রাখা হয়েছিল যেন দর্শকদের কোনো সমস্যা না হয়।