বাসে থাকা যাত্রীরা জানান, তারা সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। শুক্রবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তারা ৪০ জন বাসে করে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রওয়ানা দেন। পথে মানিকছড়ি এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল করেছে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে।