Published : Thursday, 28 November, 2024 at 11:34 PM
দেশের প্রায় ৮ কোটি শ্রম শক্তির সুরক্ষায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন একটি সুপারিশমালা প্রস্তুত করে তা সরকারের কাছে জমা দেবে।
শ্রম সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যেই যাতে শ্রম আইন সংশোধনের প্রস্তাবসহ শ্রম খাত সংস্কারের প্রতিবেদন জমা দেয়া যায় সে লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনে অনুষ্ঠিত শ্রম সংস্কার কমিশনের প্রথম সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. জাকির হোসেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম নাসিম, এমপ্লয়ার ফেডারেশনের সাবেক সভাপতি এম কামরান টি রহমান, শ্রমিক আন্দোলনের সংগঠক তাসলিমা আখতার প্রমুখ।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আরো বলেন, ‘২০২২ সালের শ্রম জরিপ অনুয়ায়ী প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ শ্রমিক রয়েছেন। এর মধ্যে মাত্র ১৫ শতাংশ শ্রমিক প্রাতিষ্ঠানিক আর ৮৫ শতাংশ শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত।’
কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত গ্রহণে সকল মহলের পরামর্শ ও সহযোগিতা নেয়া হবে।’