Published : Wednesday, 27 November, 2024 at 11:41 AM
চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্দেহে সাত জনসহ ২৭ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে পুলিশের ওপর হামলায় তিনটি এবং একটি হত্যা মামলা।
বুধবার (২৭ নভেম্বর) সকালে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে তাদের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানান নাই।
এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত ১০টার পর থেকে নগরজুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান।
এর আগে মঙ্গলবার দুপুরে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।