Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার ■ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ■ ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন ■ সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস ■ আইনজীবী সাইফুল হত্যায় গ্রেপ্তার ২৭ ■ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলো ইমরান খানের দল ■ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষ, আইনজীবী নিহত
Published : Tuesday, 26 November, 2024 at 5:29 PM, Update: 26.11.2024 5:35:08 PM

নিহত শিক্ষানবীশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

নিহত শিক্ষানবীশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।  তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যাট আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরের আশপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে। প্রায় তিন ঘণ্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এসময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী সৌরভ কান্তি নাথ।

এদিকে রংপুরের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, আটক ১১
লক্ষ্মীপুর প্রতিনিধি
Monday, 25 November, 2024
কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 23 November, 2024
টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
Monday, 18 November, 2024
জেলেপল্লিতে আগুন, পুড়েছে ৩৭ বসতঘর ও দোকান
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 17 November, 2024
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 15 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up