Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
বিশ্বে প্রতিদিন খুন হন ১৪০ নারী, ঘাতক সঙ্গী ও স্বজন
Published : Tuesday, 26 November, 2024 at 3:20 PM

বিশ্বের সব অঞ্চলেই নারীদের ওপর এমন সহিংস ঘটনা ঘটছে

বিশ্বের সব অঞ্চলেই নারীদের ওপর এমন সহিংস ঘটনা ঘটছে

নারী ও মেয়েদের জন্য নিজ বাড়ি অনিরাপদ রয়ে গেছে। বিশ্বে ২০২৩ সালে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী ও কিশোরীকে হত্যা করা হয়েছে। ভয়ঙ্কর বিষয় হলো, প্রিয়জন, নিকটাত্মীয় বা পরিবারের সদস্যদের হাতেই তাদের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) জাতিসংঘের দুটি সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য, গত বছর ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হওয়া নারী ও মেয়েদের বৈশ্বিক সংখ্যা ৫১ হাজার ১০০। এই সংখ্যা আগের তুলনায় বেড়েছে। বিশ্বজুড়ে ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪৮ হাজার ৮০০।

ইউএন ওমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত দপ্তর তাদের এক প্রতিবেদনে সঙ্গী ও স্বজনদের হাতে নারী ও মেয়েদের খুন হওয়া বেড়ে যাওয়ার এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, লৈঙ্গিক সহিংসতার চরম রূপের প্রভাব থেকে বিশ্বের কোনো অঞ্চলই বাদ নেই। অর্থাৎ, বিশ্বের সব অঞ্চলেই নারীদের ওপর এমন সহিংস ঘটনা ঘটছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও মেয়েদের জন্য বাড়ি সবচেয়ে বিপজ্জনক জায়গা। আর বিশ্বের সব জায়গায় নারী ও মেয়েরা আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে ইউএন ওমেনের উপনির্বাহী এক্সিকিউটিভ নায়ারাদজায়ি গুমবোঞ্জভান্দারের মতে, সংকীর্ণ লৈঙ্গিক মনোভাব আর সামাজিক নিয়মের মতো স্থায়ী সামাজিক সমস্যাগুলো এর বড় কারণ। তিনি বলেন, ‘এসব হত্যাকাণ্ড নারীর ওপর ক্ষমতা প্রয়োগের সঙ্গে জড়িত।’

প্রতিবেদনের তথ্য, আফ্রিকার দেশগুলোয় নারীদের ওপর এমন ঘটনা বেশি, নিহতের সংখ্যাও বেশি। ২০২৩ সালে আফ্রিকায় ২১ হাজার ৭০০ নারী ও মেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হয়েছেন। অর্থাৎ, প্রতি লাখে এ সংখ্যা ২ দশমিক ৯ জন। এর বিপরীতে সংখ্যাটি আমেরিকায় লাখে ১ দশমিক ৬ জন, ওশেনিয়ায় ১ দশমিক ৫ জন, এশিয়ায় দশমিক ৮ জন এবং ইউরোপে দশমিক ৬ জন।

বিভিন্ন চেষ্টা সত্ত্বেও নারী ও মেয়েদের হত্যার ঘটনাগুলো এখনো ‘আশঙ্কাজনকভাবে বেশি’ রয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আরও বলা হয়েছে, লিঙ্গভিত্তিক সহিংসতার এমন দুঃখজনক পরিণতি প্রতিরোধ করা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন সময়মতো ও কার্যকর উদ্যোগ নেয়া।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
লেবাননে দুই মাসে নিহত দুই শতাধিক শিশু
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 19 November, 2024
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 October, 2024
বৈশিক ক্ষুধা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
এম. মোশাররফ হোসাইন
Friday, 11 October, 2024
রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিন জন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 9 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up