Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সেঞ্চুরির আক্ষেপ শারমিনের, রেকর্ড পুঁজি বাংলাদেশের ■ স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন ■ কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান ■ টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক ■ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ■ ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার ■ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ অবরুদ্ধ
Published : Tuesday, 26 November, 2024 at 10:08 AM, Update: 26.11.2024 1:48:15 PM

ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিতে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিতে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

কারাগারে থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এ আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারও নেতাকর্মী। গণহারে গ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি এ স্রোত। উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) রাজধানী অভিমুখে এগোতে থাকা নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এরই মধ্যে ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআইয়ের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ এমপিসহ কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়।

প্রদেশের পুলিশের প্রধান উসমান আনওয়ার বলেন. পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ১১৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা ২টি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে।
 
ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানজুড়ে। বিক্ষোভকারীদের আটকে দেয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিকেড।
 
পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ। এর আগে, পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।
 
নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। তবে, পিটিআইর নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকেই দায়ী করছে ইমরান খানের দল।
 
এদিকে চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, এ নিয়ে সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে। আলোচনা চলমান।
 
এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৪১
আর্ন্তজাতিক ডেস্ক
Friday, 22 November, 2024
জিম্মি মুক্তি নিয়ে যা বলল হামাস
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 21 November, 2024
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 21 November, 2024
ইমরান খানের জামিন মঞ্জুর, মুক্তির নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up