Published : Monday, 25 November, 2024 at 11:59 PM, Update: 26.11.2024 1:50:48 AM
দেশে আরো বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কারের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ২৫ ( নভেম্বর) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধিদল বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, কেবল দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমাদেশগুলোর উদ্বেগ নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ দূত নিয়োগ করেছে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য ছিলেন যুক্তরাষ্টের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলী ফায় রড্রিগেজ।