দখলদার ইসরায়েলের সেনারা ফিলিস্তিন ও লেবাননে নানা সময়ে হামলা চালিয়েছে। এবার তাদের প্রতিরোধ গড়তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় পিছু হটতে শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা।
রোববার তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী।
আলজাজিরা সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।
তিনি বলেছেন, ‘তায়ারের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতর অবস্থিত।’