Published : Sunday, 24 November, 2024 at 11:58 PM, Update: 25.11.2024 12:43:37 AM
২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুমের যাত্রা শুরু হয়েছে। আগামী শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এই দুই প্রতিযোগিতার ফিকশ্চার আজ প্রকাশ করেছে বাফুফে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। লিগের মাঝে মাঝে মঙ্গলবার চলা ফেডারশেন কাপের প্রথম পর্ব শেষ হবে ৪ ফেব্রুয়ারি। লিগের দ্বিতীয় লেগ শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ আর ফেডারেশন কাপের রোড টু ফাইনাল ৮ এপ্রিল।
প্রায় দুই মাস ঘরোয়া ফুটবলে বিরতি থাকবে। মধ্যবর্তী দলবদল, ফিফা উইন্ডো ও রমজানের ঈদের জন্য লিগের মাঝে বেশ বড় বিরতিই পড়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মধ্যবর্তী দলবদল। এশিয়া কাপ বাছাইয়ের জন্য ফিফা উইন্ডো ১৭-২৫ মার্চ। ২৯ মার্চ-২ এপ্রিল ঈদের জন্য সম্ভাব্য ছুটি।
মৌসুমের মাঝে দুই মাসের বিরতি একটু বেশিই। ছোট ক্লাবগুলো বেশ কষ্ট করে ক্যাম্প পরিচালনা করে। এত লম্বা বিরতি থাকলে তাদের ব্যয় যেমন বাড়ে তেমনি ফুটবলারদের ফিটনেস ও পারফরম্যান্সেও প্রভাব পড়ে।
এপ্রিলের প্রথম সপ্তাহ পুনরায় খেলা শুরুর পর আর কোনো বিরতি নেই। ফেডারেশন কাপের ফাইনাল ২ মে আর লিগের শেষ ম্যাচ ৩১ মে। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি ফিফা উইন্ডো রয়েছে। সেই উইন্ডোর জন্য জাতীয় দল তেমন প্রস্তুতির সুযোগ পাবে না।
ঘরোয়া ফুটবলে সাধারণত বিগত লিগের চ্যাম্পিয়ন ও নিচের স্তর থেকে প্রিমিয়ারে উত্তীর্ণ হওয়া দলের সঙ্গে ম্যাচ দিয়ে খেলা শুরু হতো। গত আসর থেকে সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার হওয়ায় ব্যতিক্রম হচ্ছে। ফলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ পড়েছে লিগ শুরুর পরের দিন কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
ফেডারেশন কাপ কিংস অ্যারেনা, ময়মনসিংহ রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগ এই তিন ভেন্যুর বাইরে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে মতিউর রহমান ও গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামেও চলবে।
লিগে একটি ভেন্যু দু’টি দলের হোম। কিংস অ্যারেনা বসুন্ধরা কিংস ও ফটির্জের, কুমিল্লা ঐতিহ্যবাহী আবাহনী ও মোহামেডানের, ব্রাদার্স ও রহমতগঞ্জের মুন্সিগঞ্জ, ওয়ান্ডারার্স ও ফকিরেরপুলের গাজীপুর,চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ এফসির ভেন্যু ময়মনসিংহ।