Published : Sunday, 24 November, 2024 at 11:58 PM, Update: 25.11.2024 12:26:12 AM
কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজের ডা. আসফাক আহমেদ সদস্যসচিবকে করে ১৫৫ সদস্যবিশিষ্ট রংপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে কারমাইকেল কলেজের শিক্ষার্থী রিফাত হাসানকে আর মুখপাত্র রংপুর সিটি কলেজের ইয়াসির আরাফাত। কমিটির যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহির ফয়সাল সৌরভ, কারমাইকেল কলেজের রকিবুল ইসলাম তৌফিকসহ আরও ৯ জন।
যুগ্ম সদস্যসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রুম্মানুল ইসলাম রাজ, মকবুলার রহমান সরকারি কলেজের রাকিবুল ইসলাম শিশির, রংপুর টেকনিক্যাল কলেজের হামিম মুনতাসির অহনসহ আরও ৮ জন।
সংগঠক পদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থী তৌফিক আহমেদ হৃদয়সহ আরও ৭ জনকে রাখা হয়েছে। এসব পদ ছাড়াও কমিটিতে ১২২ জন সদস্য রয়েছেন।