পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসায় বাহিনীর সদস্যদের যাতায়াত ছিল বিগত সরকারের আমলে। তবে এবার সেটি থাকছে না। বর্তমান আইজিপি দায়িত্ব নেয়ার পরপরই বদলি বা পদোন্নতির তদবিরের জন্য তার বাসভবনে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আইজিপি সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনে যাওয়ার আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, আইজিপির বাসায় প্রায়ই পুলিশ সদস্যদের ভিড় থাকতো। তারা বিভিন্ন দাবি কিংবা তদবির নিয়ে যেতেন আইজিপির বাসায়। এক্ষেত্রে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতো।
বর্তমানে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া এখন আইজিপির বাসভবনে কোনো পুলিশ সদস্য যেতে পারবেন না।
শনিবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এ আদেশের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সৎ ও সাধারণ পুলিশ সদস্য এবং কর্মকর্তারা। তাদের দাবি, যোগ্যতার ভিত্তিতে যেন পদোন্নতি দেওয়া হয়।