Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নয়াদিল্লি ও লন্ডনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক ■ শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু ■ সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সন্ত্রাসী নিহত ■ ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত ■ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ ■ সরকারি চাকরিতে আসছে নতুন নিয়োগ, দুপুরে ঘোষণা ■ প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, যান চলাচল বন্ধ
পিকনিক বাস বিদ্যুতায়িত, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত
Published : Sunday, 24 November, 2024 at 10:32 AM

দুর্ঘটনায় মারা যাওয়া তিন শিক্ষার্থী

দুর্ঘটনায় মারা যাওয়া তিন শিক্ষার্থী

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন।

তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। এতে বিআরটিসির ডাবল ডেকারের ৬টি ও তিনটি মাইক্রোবাস নিয়ে যান তারা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকার বাসটি বাজারের ওপর পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। ওই বাসে ৬০-৭০ জন ছিলেন। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হন।

এদিকে, এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্যবিশিষ্ট ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
চমক রেখেই চলতি মাসে ঢাবিতে শাটল বাস
ঢাবি প্রতিনিধি
Thursday, 21 November, 2024
যত দিন বন্ধ ঢাকা কলেজ ও সিটি কলেজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
সিটি কলেজকে সরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ঐক্যের ডাক দিলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
শিক্ষার্থীর মৃত্যুতে জাবি ব্লকেড
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up