Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ ■ দেশের আত্মাটাকে ধ্বংস করেছে আ: লীগ ■ গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না ■ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক ■ ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ ■ বাগলানে মাজারে বন্দুক হামলা, নিহত ১১ ■ এক সপ্তাহে ডেঙ্গুতে গেলো ৩৯ প্রাণ
সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু
Published : Friday, 22 November, 2024 at 5:47 PM

সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু

সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক ও রেলপথ ছেড়ে দেওয়ার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ৩টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য জানিয়েছেন রেলওয়ের ঢাকার কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

এর আগে বেলা ১১টা ২০ মিনিট থেকে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল।

জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে আটকা পড়ে নারায়ণগঞ্জ কমিউটার। অন্যদিকে অবরোধের কারণে কমলাপুরের শহরতলি স্টেশনে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একপর্যায়ে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। এ ঘটনায় দুপুর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, দুপুর পৌনে ১২টার দিকে অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায়। একই কারণে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে আছে। এতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ ছাড়াও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
বৃহস্পতিবার বের হওয়ার আগে যা জানা জরুরি
দেশসংবাদ ডেস্ক
Thursday, 21 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up