Published : Thursday, 21 November, 2024 at 11:27 PM, Update: 21.11.2024 11:30:00 PM
দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করলেই কেবল অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।
বুধবার (২০ নভেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া।
স্থানীয় আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সেই সাক্ষাৎকারে খলির আল হায়া বলেন, ‘যদি আগ্রাসন বন্ধ না হয়, তাহলে কেন হামাস জিম্মিদের ফেরৎ দেবে? দখলদার বাহিনী যদি যুদ্ধ শেষ না করে, তাহলে কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।’
গত বেশ কিছুদিন ধরে থেমে আছে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির ব্যাপারটি। এর মধ্যে বৃহস্পতিবার আরো একবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা বাতিল হয়ে গেছে।
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের হস্তান্তর নিয়ে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী তিন দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে হামাসের যে প্রতিনিধি দলটি আলোচনা চালিয়ে যাচ্ছে, সেটির নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া।