Published : Wednesday, 20 November, 2024 at 10:43 AM
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন ও ভোলার সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূলত তাদের বিরুদ্ধে হত্যা মামলায় এই রায় দিয়েছেন আদালত।
এছাড়াও সালমান এফ রহমান, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার সকালে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
এর আগে, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে আনিসুল হক ও জ্যাকবের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আনিসুল হকের ৫ ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত।