শীত এলেই ঢাকার বায়ুদূষণ বেড়ে যায়। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। গত কয়েকদিন ধরে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে নিঃশ্বাস নেয়াও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ।
সোমবার সকাল ৯টা ৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা। বাতাসের মান ২২৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া একিউআই স্কোর ১ হাজার ৮১ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ৪৫০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর। ২০৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।