Published : Monday, 18 November, 2024 at 12:41 AM, Update: 18.11.2024 12:46:43 AM
হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে বিরুদ্ধে হঠাৎ চটে গিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনতা তাকে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।
রোববার বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার কিছু লোক একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে থানা থেকে সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রানা মোহাম্মদ সোহেল বড়লেখা রাসলীলা উৎসব থেকে ফেরার পথে চুনারুঘাট উপজেলার খোয়াই ব্রিজের কাছে তার ব্যবহৃত গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রানা নিজের লাইসেন্স করা পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে আটক করে রাখেন। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে পাঠানো হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে রানা মোহাম্মদ সোহেল বেড়াতে এসেছিলেন। ফেরার পথে চুনারুঘাটে জনতার সঙ্গে এ ঘটনা ঘটে। তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেয়া হয়েছে। সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
সাবেক সেনা কর্মকর্তা রানা (৫৮) ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।