Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড গড়েছে সৌদি আরব ■ চলতি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার ■ ঢাবি ছাত্রদলের কমিটি থেকে ৬ নেতাকে অব্যাহতি ■ ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড ■ আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ■ দেশকে মজবুত অর্থনীতি দিয়ে যাওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার ■ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না
যেমন হলো অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন
Published : Sunday, 17 November, 2024 at 9:30 AM

অন্তর্বর্তীকালীন সরকার

অন্তর্বর্তীকালীন সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পর গুরুত্বপূর্ণ অর্জনের তালিকা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, কমিশন যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

প্রেস সচিব বলেন, দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে।

এ পর্যন্ত অর্জিত সাফল্য সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করে শফিকুল আলম বলেন, ‘একবার দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে উঠলে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।’

আলাদাভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন।

তার মতে, মূল অর্জনগুলো হলো-মসৃণ উত্তরণ, জুলাই-আগস্টের গণহত্যার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার, বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার রোডম্যাপ, বিপুল বৈশ্বিক সমর্থন, দুর্নীতি শূন্য, অস্থিরতা ও সংকটের দক্ষ ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনা, পররাষ্ট্রনীতিতে নতুন দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ।

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বারবার সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। আসিয়ানের সদস্যপদ লাভের জন্যও সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। ইউনূস বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

ক্যাম্পগুলোর ওপর চাপ কমাতে রোহিঙ্গাদের তৃতীয় দেশগুলোতে পুনর্বাসন দ্রুত করা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে নতুন দিকনির্দেশনার জন্য জাতিসংঘের নেতৃত্বে নতুন সম্মেলন আহ্বান করেছেন অধ্যাপক ইউনূস।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যাশা পূরণ করা। বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অনেক দল রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আলোচনার মাধ্যমে সেসব মোকাবিলা করেছে।

বিক্ষোভ দমনে বল প্রয়োগের ঘটনা বিরল উল্লেখ করে আলম বলেন, স্থানীয়ভাবে অস্থিরতার কারণে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘কিছু সমস্যা এখনো রয়েছে, কিন্তু সেগুলো আমাদের রফতানি কার্যক্রমে প্রভাব ফেলেনি।’

প্রেস সচিব বলেন, শেষ ১০০ দিনে সমাজে অভূতপূর্ব বিরোধী মত প্রকাশ করতে দেখা গেছে।

সূত্র: ইউএনবি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
১০০ দিনে কর্মসংস্থান হয়েছে ৮৬২৭৭ জনের
নিজস্ব প্রতিবেদক
Sunday, 17 November, 2024
ফের পুলিশে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 17 November, 2024
বন্ধ চিনিকলগুলো শিগগির চালু হবে
দিনাজপুর প্রতিনিধি
Saturday, 16 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up