Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সংকল্প থাকতে হবে ■ ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা ■ ইংরেজি নববর্ষে যে কাজগুলো থেকে বিরত থাকার আহ্বান ■ ভস্মীভূত ভবনে অনুসন্ধান চালাচ্ছে গোয়েন্দা সংস্থা ■ ‘সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়’ ■ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০ ■ ফের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
'নতুন ৫ উপদেষ্টার মধ্যে শপথ নিচ্ছেন ৩ জন'
Published : Sunday, 10 November, 2024 at 6:59 PM, Update: 10.11.2024 7:57:19 PM

এরই মধ্যে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী

এরই মধ্যে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন ৫ উপদেষ্টার মধ্যে আজ শপথ নিচ্ছেন ৩ জন। এ ছোট তালিকায় ঠিক করা রয়েছেন তা জানাননি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, শেষ মুহূর্তে রদবদলও হতে পারে।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি, সেই অনুযায়ী আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।

তথ্য বলছে, নতুন পাঁচ উপদেষ্টা হতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান। এদের মধ্যে দুইজন উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন না বলে জানা গছে। এর মধ্যে অসুস্থতা জনিত কারণে আজ রোববার শপথ নিচ্ছেন না খোদাবক্স চৌধুরী।

এরই মধ্যে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে। এরপর এসব উপদেষ্টাদের দফতর বন্টন করা হয়। তবে এখন পর্যন্ত একাধিকবার উপদেষ্টাদের দফতর পুন:বন্টন করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
চোখের জলে নয়নকে বিদায় জানালো ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up