Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ■ সংস্কার বড় স্বপ্ন, তবে মানুষকেও স্বস্তি দিতে হবে ■ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি ■ এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক ■ সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি ■ প্রেসিডেন্টের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত ■ তদন্তে বেরিয়ে আসবে নাশকতা নাকি দুর্ঘটনা
রাতেই ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট
Published : Saturday, 9 November, 2024 at 11:20 PM

রাতেই ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট

রাতেই ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট

আগেই কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছিল আওয়ামী লীগ। দলটি গুলিস্তানে জিরো পয়েন্টে কর্মসূচি পালন করবে। তার আগেই দলটির কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। 

রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই জিরো পয়েন্টে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।

শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। তাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তাদের কারো কারো হাতে লাঠিসোঁটাও দেখা যায়।জিরো পয়েন্ট জড়ো হওয়া ব্যক্তিরা জানান, তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে এখানে এসেছেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
‘ড. ইউনূস একা দায়িত্ব পালন করতে পারছেন না’
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up