Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত ■ বিএসএমএমইউর নতুন ভিসি ■ আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ■ মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ ■ বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে ■ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না ■ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু
Published : Friday, 8 November, 2024 at 4:02 PM

শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি

শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার (০৮ নভেম্বর) বেলা ৩টায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে আসা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এছাড়া দলীয় ও জাতীয় পতাকা। শোভাযাত্রার সৌন্দর্য বাড়াতে রাখা হয়েছে ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যান। এ ছাড়া, লাল-নীলসহ নানা রকমের ক্যাপ শোভা পাচ্ছে নেতাকর্মীদের মাথায়।

শোভাযাত্রার কারণে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সংস্কার নিয়ে চিন্তা করার কোনো কার‍ণ নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
যে কারণে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
মাথার ওপর এখনও খড়গ, হঠকারিতায় সজাগ থাকুন
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up