Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল ■ দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে ■ ‘নির্বাচন করতে খালেদা জিয়া-তারেকের বাধা নেই’ ■ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ■ সংস্কার বড় স্বপ্ন, তবে মানুষকেও স্বস্তি দিতে হবে ■ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি ■ এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক
চীন সফরে গেলেন বিএনপির ৪ নেতা
Published : Thursday, 7 November, 2024 at 7:58 PM

চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেচীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল

চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেচীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘‘পলিটিকাল পার্টিজ প্লাস’’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ বিকেল ৩ টায়। ফিরে আসব ১৬ নভেম্বর। ইনশাআল্লাহ।

ড. আসাদুজ্জামান রিপন লেখেন, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ।

তিনি আরও লেখেন, দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

এর আগে গত ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির চার নেতাকে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণের কথা জানানো হয়। ড. রিপন ছাড়াও প্রতিনিধিদলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা রয়েছেন বলে তখন ওই চিঠিতে জানানো হয। তবে আজ ড. রিপনের পোস্টে ছবিতে রুহুল কবির রিজভীর পরিবর্তে প্রতিনিধিদলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দেখা গেছে। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা
সিলেট প্রতিনিধি
Wednesday, 25 December, 2024
জানা গেলো কবে লন্ডনে যাচ্ছে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 December, 2024
কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
গাজীপুর প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up