Published : Wednesday, 6 November, 2024 at 8:21 PM
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে পার্লামেন্ট (কংগ্রেস) ও গভর্নর নির্বাচন। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফল আসতে শুরু করেছে।
পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে বিজয়ের সঙ্গে সঙ্গে রিপাবলিকানদের হাতে চলে গেলো কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা এগিয়ে রয়েছে। সেনেটের ১০০ টি আসনের মধ্যে ইতোমধ্যে রিপাবলিকানরা ৫১টি আসন নিশ্চিত করেছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ৪২টি আসন।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ইতোমধ্যে ১৯২টি আসনে জয় পেয়েছেন। আর ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ১৬৫টি আসনে।
সেনেটের এই বিজয় নিশ্চিত করল, প্রেসিডেন্ট পদে জয়ের পথে থাকা ট্রাম্পকে রক্ষণশীল বিচারক ও অন্যান্য সরকারী কর্মীদের নিয়োগে সহায়তা করতে সক্ষম হবেন রিপাবলিকানরা।
ওয়েস্ট ভার্জিনিয়ার একটি উন্মুক্ত সেনেট আসনে জয়ী হয়েছেন রিপাবলিকান জিম জাস্টিস। এর আগে, এই আসনে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাটের স্বতন্ত্র প্রার্থী জো মানচিন।
ওহাইওর বর্তমান ডেমোক্র্যাট শেরড ব্রাউনকেও রিপাবলিকান বার্নি মোরেনো পরাজিত করেছেন। এই দুই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় সেনেটে অন্তত ৫১-৪৯ আসনে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি নিশ্চিত করল।
অন্যান্য প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের ফলাফল শেষে সেনেটে আরও আসন লাভ করেতে পারেন রিপাবলিকানরা।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ধরে রাখতে চায় দলটি। সেখানে বর্তমানে ২২০-২১২ ব্যবধানে এগিয়ে রিপাবলিকানরা। নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের তিন আসনে জয় লাভ করেছে দলটি।
অন্যদিকে, আলাবামায় রিপাবলিকানদের একটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের অন্তত ছয়টি আসন থেকে জয় ছিনিয়ে আনতে হবে ডেমোক্র্যাটদের, যেটা প্রায় অসম্ভব।
প্রেসিডেন্ট নির্বাচনেও ঐতিহাসিক ভোটযুদ্ধ শেষে গণনায় যতই পরিষ্কার হচ্ছে নির্বাচনের ফলাফল, ততই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে মতে, শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের ২৬৭টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জয় নিশ্চিত করার জন্য আর মাত্র ৩টি ইলেকটোরাল ভোট দরকার। অপরদিকে কমলা হ্যারিস ২২৪টি ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক পিছিয়ে আছেন। দুজনের ব্যবধান ৪৩।
একের পর এক দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ভাষণও দিয়েছেন, যেখানে তিনি নিজের বিজয় দাবি করেছেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প এরই মধ্যে দুই দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জিতে গেছেন। আরও পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পই এগিয়ে আছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়ে বুধবার ফ্লোরিডায় পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে উপস্থিত হন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন।