কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও লরির ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর থেকে তিন ঘণ্টার বেশি সময় ধরে কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুমিল্লা অভিমুখী একটি লরি চলন্ত অবস্থায় চাকা ফেটে যাওয়া পেছন থেকে একটি যাত্রীবাস লরিকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারানো বাসটিকে ধাক্কা দিলে তিনটি যানবাহনই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে মহাসড়কের ওপর ট্রাক ও লরিটি পরে থাকায় ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। স্থানীয়রা জানিয়েছে, অন্তত তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আলিম জানান, বাস ট্রাক লরির ত্রিমুখী সংঘর্ষের কারণে কুমিল্লা-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বাসের যাত্রীরা বেশি আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, বড় রেকার ছাড়া এই ট্রাক-লরি সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হবে।