চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিকে বদলি ও সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টু রহমান ধরতে যায় পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মিন্টু রহমানকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। ওই হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হন।
জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, ওই ঘটনার সূত্র ধরেই গোমস্তাপুর থানার ওসি শহীদুল ইসলামকে বদলি করা হয়েছে। একইসঙ্গে সাত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা নেয়া হয়েছে।