গরমপ্রধান দেশ সৌদির মরুভূমিতে বৃষ্টির পর এবার তুষার পড়তে দেখা গেছে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কয়েক বছর ধরেই সৌদি আরবের আবহাওয়া অন্যরকম আচরণ করছে।
দেশটির উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’।
সেখানকার মাটিতে বিছানো ছিল তুষার, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।
এর আগে ওই এলাকা ও আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশির ভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন শীতের আবহাওয়া বিরাজ করছে।
গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল জাউফে ভারী বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়।