ইরানের নারীদের হিজাব বাধ্যতামূলক। মূলত এই বিষয়টিকে কঠোর হিসেবে আখ্যায়িত করেছে অনেক নারীরা। তবে এমন বাধ্যবাধকতার বিরুদ্ধে বিতর্কিত পন্থায় প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শরীর থেকে পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হাঁটেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি আজাদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হিজাব খোলা অবস্থায় আছেন। আশপাশে থাকা অন্যান্য ছাত্রীদের দিকে বিভিন্ন ইঙ্গিত করার পর তিনি চারপাশে ঘুরে বেড়ান।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পুরুষ তাকে ঘিরে ধরে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ে পোশাকবিধির ‘অবমাননামূলক প্রয়োগের’ বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, দুই নিরাপত্তা কর্মী তাকে শান্তভাবে সতর্ক করার পর তিনি পোশাক খুলে ফেলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক দাবি করেন, এই শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিলেন।