Published : Friday, 1 November, 2024 at 9:56 PM, Update: 01.11.2024 10:06:24 PM
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজ্যের করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আসামের পুলিশ বলছে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারী দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কবীর শিখর ও মোহাম্মদ সেলিম।
এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম পুলিশের প্রচেষ্টার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন।
এতে তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সীমান্তের ওপারে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।