শেষ কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এবার ঢাবি শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।
শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে ঢাবির একদল শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অধিভুক্তি বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দেন তারা।
একইসাথে শিক্ষার্থীরা ‘শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনও শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল করো, ঢাবিকে মুক্ত করো’ -সহ নানান ধরনের স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, ২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেন তাদের অধিভুক্তই রাখা হচ্ছে। আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণের চিন্তা না করে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর সাত কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ হলো- সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।