Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করা হবে ■ ২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭ ■ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা চিঠি নিয়ে যা বললো ভারত ■ বিপিএলে বড় জয়ে পয়েন্টের খাতা খুললো চিটাগাং ■ প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে চাকরি থেকে অব্যাহতি ■ ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল ■ প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অস্ট্রেলিয়ার অনুরোধ
Published : Thursday, 31 October, 2024 at 7:06 PM

 স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকসহ প্রতিনিধি দলের সদস্যরা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকসহ প্রতিনিধি দলের সদস্যরা

ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশটিতে আটক বাংলাদশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
 
উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কিনা জানি না। তাদের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আমরা তাদের আবারও অনুরোধ করেছি, যেন তারা আরও কিছু রোহিঙ্গাকে নিয়ে যায়।
 
তিনি বলেন, আরেকটা বিষয় ছিল। সেটি হচ্ছে ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রাখে। তাদের খাবার দাবারের কোনো অসুবিধা হয় না। তারা এ জনগনকে বাংলাদেশে আসতে অনুরোধ করেছে। আমরাও বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসব।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এছাড়া আমাদের কোস্টগার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিগত ৩ নির্বাচনের অনিয়ম খুঁজে বের করবে ইসি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 4 January, 2025
৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 January, 2025
যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 January, 2025
একযোগে পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 1 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up