Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার ■ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২ ■ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি ■ ভোটের মাঠে অর্থ বিলাতে আইনি বাধা নেই মাস্কের ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’
নির্বাচনের আগে নিউইয়র্কে বন্দুক হামলা, নিহত ৩
Published : Thursday, 31 October, 2024 at 4:05 PM

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ব্যালট বক্সে আগুনসহ এরইমধ্যে অনাকাঙ্খিত কিছু ঘটনার খবর পাওয়া গেছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে এবার নিউইয়র্কে এক বন্দুক হামলায় নিহত হয়েছেন ৩ জন।

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে লংউড বিভাগের অ্যাভিনিউ সেন্ট জন-এর কাছে দক্ষিণ বুলেভার্ডে এ ঘটনা ঘটে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। ব্রঙ্কস নিউইয়র্কের একটি কাউন্টি। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা জানা যায়নি। 

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথমেই ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তাকে অবিলম্বে লিঙ্কন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও ঘটনাস্থলে ৫৭ বছর বয়সী এক নারী ও ৫৭ বছর বয়সী এক পুরুষকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়। ওই নারীর মাথায় এবং পুরুষের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছিল। এর ফলে তরা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গুলির ঘটনা বাড়ির ভেতরেই সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এনওয়াইপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা যেন দ্রুত পুলিশকে জানান। তাদের দেওয়া যেকোনো তথ্যই তদন্তে সহায়ক হতে পারে বলে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরেই বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও গুলিবর্ষণ ও তাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৪০৩টি এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ বছর বন্দুকহামলায় কমপক্ষে ১২ হাজার ৪১৬ জন প্রাণ হারিয়েছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মুসলিম ভোটারদের কাছে ভােট চাইলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 31 October, 2024
কমলাকে ‘ফ্যাসিস্ট’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 29 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up