Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার ■ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২ ■ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি ■ ভোটের মাঠে অর্থ বিলাতে আইনি বাধা নেই মাস্কের ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’
পোশাককর্মীদের বিক্ষোভ
কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২
Published : Thursday, 31 October, 2024 at 12:20 PM

জ্বলছে সেনাবাহিনীর গাড়ি (বামে), সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি (ডানে)

জ্বলছে সেনাবাহিনীর গাড়ি (বামে), সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি (ডানে)

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের লেগুনায় আগুন ধরিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  সকালে সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।  শ্রমিকদের আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
 
জানা যায়, সকালে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন  দাবিতে কচুক্ষেত সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।
 
শ্রমিকরা ইট পাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে সেনাবাহিনীর আরও সদস্য এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
 
এদিকে, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে।
 
এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডিজেল-কেরোসিনের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 30 October, 2024
চালের আমদানি শুল্ক মওকুফের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 October, 2024
দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up