Published : Wednesday, 30 October, 2024 at 10:20 PM
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়ার শিরোপা জিতল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে এ শিরোপা জিতে পিটার বাটলারে শিষ্যরা। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে ফেটে পড়ে বাংলার বাঘিনীরা। এ সময় বাফুফে থেকে পাওয়া গেল সংবাদ বিজ্ঞপ্তি। তাতে বাঘিনীদের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়ের খবর এলো।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সাফের শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা।
দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।
এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল।
আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লড়াই জমিয়েছে বাংলাদেশ ও নেপাল। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।