Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার ■ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২ ■ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি ■ ভোটের মাঠে অর্থ বিলাতে আইনি বাধা নেই মাস্কের ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’
শনিবার পর্যন্ত ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
Published : Wednesday, 30 October, 2024 at 6:44 PM

শনিবার পর্যন্ত ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

শনিবার পর্যন্ত ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা চলমান কর্মসূচি স্থগিত করেছেন।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার এ তথ্য জানান।

এর আগে বুধবার সকাল ১১টা থেকে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ঢাকায় দীর্ঘ যানজট দেখা যায়।

জানা যায়, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি মেনে না নেয়ায় গতকাল মঙ্গলবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। 

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, ‘স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই, অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হোক।’

এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বুধবার বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিবৃতিতে শিক্ষা খাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান তিনি।

তবে এসব দাবিদাওয়ার মধ্যে ন্যায্য-অন্যায্য ও পরস্পরবিরোধী দাবিও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশসংবাদ/এমএইচ/এমএটি 


আপনার মতামত দিন
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up