Published : Wednesday, 30 October, 2024 at 5:18 PM
পরিবর্তন বা সংস্কার যুগোপযোগী করতে হবে। আমরা কঠিন এক সময় পার করছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে রাষ্ট্র বিপদে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জাতি হিসেবে নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে সরকার অন্য দিকে নয়, নির্বাচনের দিকেই মনোযোগ দেবে।
অন্তর্বর্তী সরকার সব ঠিক করার চেষ্টা করছেন মন্তব্য করে তিনি বলেন, তারা (সরকার) কিছুই করেনি তা বলা যাবে না। এই সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে তার বিশ্বাস। ড. ইউনূস সম্মানিত ব্যক্তি। তিনি নিজের সম্মান নষ্ট করবেন না।
সব সংস্কার জনগণের দ্বারা স্বীকৃত হতে হয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সম্মতি ছাড়া রিফর্ম করা যায় না। এমন কিছু করা যাবে না যা দেশের কালচারের সঙ্গে সাংঘর্ষিক হয়। পরিবর্তন, সংস্কার যদি যুগোপযোগী না হয়, তাহলে দেশ টিকে রাখা যাবে না। রাষ্ট্রের স্বার্থ সবার আগে রাখতে হবে।
সামনে আরও কঠিন সময় আসবে মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিস্টরা এখনও বসে আছে। চক্রান্ত কিন্তু শেষ হয়নি। বিএনপি অনেক আগেই ভেবেছিল সংস্কার দরকার। তাই ৩১ দফা দেয়া হয়েছিলো। আমরা কঠিন সময় পার করছি। শুধু আবেগের বশবর্তী হয়ে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে রাষ্ট্র হিসাবে আমরা বড় বিপদে পড়ে যাবো। কারণ, আমাদের অস্তিত্ব বিপন্ন করতে ফ্যাসিবাদীরা বসে আছে।
এই সরকার রাজনৈতিক নয়, টেকনোক্রেট। তারা সব ঠিক করার জন্য এসেছেন। রাজনীতিবিদ ছাড়া কোনো সংস্কার হয় না। এসব বিষয় মনে রাখতে হবে। বাংলাদেশে রাজনীতি এতো সহজ নয়, তাই দয়া করে ধৈর্য হারাবেন না, যোগ করেন বিএনপি মহাসচিব।