Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করা হবে ■ ২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭ ■ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা চিঠি নিয়ে যা বললো ভারত ■ বিপিএলে বড় জয়ে পয়েন্টের খাতা খুললো চিটাগাং ■ প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে চাকরি থেকে অব্যাহতি ■ ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল ■ প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
বাংলাদেশ থেকে নারী পাচারের অন্যতম গন্তব্য গোয়া,
Published : Friday, 25 October, 2024 at 3:00 PM, Update: 25.10.2024 7:14:08 PM

ভারতের গোয়া

ভারতের গোয়া

ভারতের গোয়ায় জোরপূর্বক দেহ ব্যবসায় যত নারী পাচার করে নেয়া হয় তার অন্যতম উৎস বাংলাদেশ। এ ছাড়া, প্রতিবেশী নেপাল ও আফ্রিকার উগান্ডা ও কেনিয়া থেকেও নারী পাচার করে আনা হয় ভারতের এই অঞ্চলটিতে। এ ছাড়া, ভারতের মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি ও উত্তর প্রদেশ থেকেও বিপুল পরিমাণ নারী পাচার করে গোয়ায় নিয়ে তাদের জোরপূর্বক যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

গোয়ায় যৌন ব্যবসার জন্য নারী পাচারের বিষয়ে অন্যায় রহিত জিন্দেগি বা এআরজেড নামে একটি বেসরকারি সংস্থা গোয়া পুলিশের সঙ্গে মিলে এই বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণার শিরোনাম, ‘রিপোর্ট অন কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ইন গোয়া—সিচুয়েশন অ্যান্ড ইন্টারভেনশন (২০১৯-২০২৪)।

বুধবার এক অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এআরজেড। অনুষ্ঠানটিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উপস্থিত ছিলেন। সংস্থাটি ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে গোয়া পুলিশ নারী পাচার সংক্রান্ত যেসব অভিযান পরিচালনা করেছে তার মধ্য থেকে ৭৫টি নিয়ে গবেষণা করেছে।

গবেষণায় গবেষকেরা ‘উৎস রাষ্ট্র/রাজ্য’ বলতে এমন একটি এলাকাকে বুঝিয়েছেন যেখান থেকে নারীদের পাচার করে আনা হয়েছে। তবে এসব নারীর জন্মস্থান যে সেই দেশ বা ভারতীয় রাজ্যেই হবে এমনটা নির্দেশ করেননি তারা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত গোয়ার মানব পাচার ও যৌন ব্যবসা চক্রের হাত থেকে ১৭২ জন নারী ও শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩৮ জন ভারতের বিভিন্ন রাজ্যের এবং ৩৪ জনকে বাংলাদেশ, ভুটান, কেনিয়া, কিরগিজস্তান, তুর্কমিনিস্তান, নেপাল, উগান্ডা ও উজবেকিস্তান থেকে আনা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাচারের পদ্ধতি ও নিদর্শনগুলো অনেক বেশি সংগঠিত। সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর উন্নতি পাচারকারীদের গোপনীয়তা রক্ষা করার বিষয়টি সহজ করে দিয়েছে। এতে আরও বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক নারীকে গোয়ার বিভিন্ন ক্লাব, বার, হোটেল এবং ক্যাসিনোতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ওয়েট্রেস, নৃত্যশিল্পী বা ক্লায়েন্টদের জন্য সঙ্গী হিসেবে ভূমিকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু একবার গোয়ায় আনার পর তাদের যৌন কার্যকলাপে বাধ্য করা হয়।

নারী পাচারের উৎস হিসেবে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, নেপাল এবং বাংলাদেশ প্রধান ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করা হয়। তবে নতুন অঞ্চলগুলো হলো—উত্তর প্রদেশ, কেনিয়া ও উগান্ডা। গোয়া যৌন পাচারের একটি গন্তব্য হয়ে উঠছে কারণ সেখানে চাহিদা বেশি, টাকার লেনদেন বেশি এবং কাজের শর্ত তুলনামূলক সহজ।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই পাচারের শিকার নারী তাদের পরিবারের জন্য প্রধান আয়ের উৎস। তাদের বেশির ভাগই সীমিত আয়ে পরিবার চালাতেন এবং অনেকেই মহামারির সময় চাকরি হারিয়ে কঠিন শর্তে ঋণ নিতে বাধ্য হয়েছেন। অনলাইন বিজ্ঞাপন মানবপাচার বাড়তে সহায়তা করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। কারণ অনলাইন প্ল্যাটফর্ম পাচারকারীদের নিজেদের পরিচয় লুকিয়ে রাখার সুযোগ দেয়।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
নেশা করে বাস চালিয়েছেন চালক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 December, 2024
যুবদল কর্মীকে গুলি করে ও রগ কেটে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
Friday, 27 December, 2024
মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
রোমহর্ষক বর্ণনা দিলেন আকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 December, 2024
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাঙামাটি প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up