আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ জন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন- এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দীকি, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য উপরোক্ত ব্যক্তিদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের বিপরীতে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।