তিনি আরও বলেন, আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে ৫ আগস্টের মতো প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজন হলে আবারও ছাত্রজনতা রক্ত দিতে প্রস্তুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।
জমায়েতে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানানো হয়।
গণজমায়েতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছেন যে, আপনার কাছে পদত্যাগপত্র নেই। আমরা ফ্যাসিস্ট চুপ্পুসহ ফ্যাসিস্ট দোসরদের একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যদি বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনিদের কোনো উৎপাত লক্ষ্য করি ছাত্র-জনতা ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।