Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
২০ বছরের কারাদণ্ড পেলো পেরুর সাবেক প্রেসিডেন্ট
Published : Tuesday, 22 October, 2024 at 1:48 PM

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডো

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডো

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। ঘুষের অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেজান্দ্রো টোলেডোকে সর্বশেষ লাতিন আমেরিকান নেতা যিনি ওডেব্রেখ্ট নির্মাণ সংস্থা দুর্নীতি কেলেঙ্কারির কারণে কারাগারে বন্দি হয়েছেন। এ মামলায় তাকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

টলেডোকে একটি ফ্রিওয়ে নির্মাণ চুক্তির বিনিময়ে ব্রাজিলের নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার তাকে এ মামলায় ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ক্যানসারে আক্রান্ত পেরুর সাবেক এ প্রেসিডেন্ট গত সপ্তাহে এক শুনানিত বলেন, আমি প্রাইভেট ক্লিনিকে যেতে চায়। আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে আমাকে ভালো হতে দিন বা বাড়িতে মারা যেতে দিন।

আন্দিয়ান জাতির ৭৮ বছর বয়সী সাবেক এ নেতা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। মহাদেশজুড়ে রাজনৈতিক সুবিধার বিনিময়ে ওডেব্রেখ্টের ঘুষের প্রচারণার জন্য এখনও পর্যন্ত দেয়া কঠোরতম শাস্তিগুলোর মধ্যে একটি পেয়েছেন তিনি।

দীর্ঘ এ বিচার প্রক্রিয়াকালে টলেডো ক্রমাগতভাবে মানি লন্ডারিং এবং যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পেরু প্রত্যর্পণের অনুরোধ করার পরে ২০১৯ সালে তাকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়। এরপর প্রত্যর্পণ নিয়ে বছরের পর বছর ধরে আইনি বিতর্কের পরে ২০২২ সালে সেখানে ফেরত পাঠানো হয়েছিল।

ওডেব্রেখ্ট-সম্পর্কিত কেলেঙ্কারির কারণে পেরু, পানামা এবং ইকুয়েডরের কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে। গুয়াতেমালা এবং মেক্সিকোর মতো দেশগুলোতেও দুর্নীতির বিষয়ে তদন্ত হয়েছে। পরে কোম্পানিটি তাদের নাম পরিবর্তন করে নভোনর করেছে।

২০১৯ সালে পেরুতে ১৪ জন শীর্ষ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে ফার্মটিকে পাবলিক ওয়ার্কস চুক্তিতে অগ্রাধিকারমূলক আচরণের অভিযুক্ত করা হয়েছিল।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
১৭ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 12 October, 2024
ইরানের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 12 October, 2024
লেবাননের সমাধান চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 October, 2024
তাণ্ডব চালাচ্ছে বিপজ্জনক হ্যারিকেন মিল্টন
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 10 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up