রাশিয়ার কাজান শহরে ২২ অক্টোবর থেকে শুরু হবে ব্রিকস সম্মেলন। আর এটি শেষ হবে ২৪ অক্টোবর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ রাতেই রাশিয়া যাচ্ছেন হবে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় সফর তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্রিকস সম্মেলনে প্রথম দিনে নয় শেষ দিনে অর্থাৎ ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন।