আওয়ামী লীগ সরকার পতনের প্রায় আড়াইমাস পর মুখোশ পড়ে চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগের একটি অংশ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ২০-৩০ জন তরুণ জামালখান এলাকায় কয়েকমিনিটের মিছিল করে সটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন মিছিলে অংশ নেওয়া অনেকের কাছেই অস্ত্র ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মিছিলের তিনটি ভিডিও আওয়ামী লীগের ভ্যারিফাইড পেজেও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সামনে কয়েকটি মোটরসাইকেল ধীরগিততে এগিয়ে চলছে। সেগুলোর পেছনে ২০-৩০ জনের মিছিল। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। সেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 'শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই'-স্লোগান দিতে দেখা যায় তাদের। দ্রুতই তারা মিছিলটি শেষ করে চলে যান।
মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন বা কারা অংশ নিয়েছেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই এলাকায় জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের একচ্ছত্র দাপট ছিল। ধারণা করা হচ্ছে মিছিলে যোগ দেওয়ারা সবাই তারই কর্মী।