দখলদার ইসরাইলের হামলায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাবির ভিসি চত্বরে রাত ১০টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়।
এ সময় তারা ‘টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর’, ‘শেইম শেইম শেইম, ইউনাইটেড ন্যাশন’,‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টরা মনে করছে ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তারা বিজয় অর্জন করছ। কিন্তু আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি।
এর আগে গত ১৭ অক্টোবর রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।