Published : Thursday, 17 October, 2024 at 11:52 PM
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের অফিসের ভেতরে মার্কেটের সভাপতি আবুল হোসেন (৫০) ও তাঁর ছোট ভাই মাহবুবকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গুলি করা হয় তাঁদের।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
জানা যায়, একটি মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে।