Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
'জয় বাংলা' স্লোগান দেয়ায় আইনজীবীকে মারধর
Published : Thursday, 17 October, 2024 at 3:02 PM

আইনজীবী ফরিদুজ্জামানকে কিল-ঘুষি-লাথি মারেন কয়েকজন আইনজীবী

আইনজীবী ফরিদুজ্জামানকে কিল-ঘুষি-লাথি মারেন কয়েকজন আইনজীবী

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীরা জড়িত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী তাকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। পরে কয়েকজন আইনজীবী তাকে উদ্ধার করে নিয়ে যান।

তবে এই বিষয়ে ভুক্তভোগী আইনজীবীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাবেক মেয়র আতিকুলের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, আমি কোর্টের ভেতরে ছিলাম। তবে শুনেছি বাহিরে এক আইনজীবীকে মারধর করা হয়েছে। বিষয়টি খুব দুঃখজনক। ওই আইনজীবী আসামিদের পক্ষে ছিলেন বলে জানতে পেরেছি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল জানান, সকালে এই ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি। আর কাউকে আটকও করা হয়নি।

তিনি বলেন, জয় বাংলা স্লোগান দেয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা তাকে আঘাত করেছে বলে জানতে পেরেছি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আদালত প্রাঙ্গণে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের আধিপত্য চলছে। আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও দলটির নেতারা বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হামলার শিকার হয়েছেন।

এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও দলটির নেতাদের বিরুদ্ধে মামলার শুনানিতে প্রত্যাশিত আদেশ না পেলে হইচইয়ের পাশাপাশি বিচারকদের উদ্দেশ করে কটূ মন্তব্য, ফাইল নিক্ষেপ, টেবিল ধাক্কাসহ নানা ঘটনাও ঘটছে।

এর মধ্যে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের, যা আওয়ামী লীগের সরকার পতনের পর প্রথম। সেদিন একজনকে গ্রেপ্তার করা হলেও হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হলেন এক আইনজীবী।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
নিজ থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত
আদালত প্রতিবেদক
Monday, 21 October, 2024
জয়পুরহাটে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
Sunday, 20 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up