দুই বড় দলের লড়াই নিয়ে মাঠের বাইরে যতটা উত্তাপ ছড়াল, সবুজ আঙিনায় তার প্রভাব ততটা পড়ল না। ব্যবধান যদিও বড় হয়নি, তবে নেদারল্যান্ডসের ওপর অধিকাংশ সময় চাপ ধরে রেখেই জয় তুলে নিল জার্মানি।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচে প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য করা জার্মানি বিরতির পর এগিয়ে যায়। জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমেই দলের উল্লাসের মধ্যমণি হয়ে ওঠেন জেমি লুয়েলিং।
খেলার ৬৪ মিনিটে তার গোল আগলে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচ শুরুর আগে সম্মাননা জানানো হয় সম্প্রতি জাতীয় দল থেকে বিদায় নেওয়া তিন জার্মান তারকা মানুয়েল নয়ার, টমাস মুলার ও ইলকাই গিন্দোয়ানকে। তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।
এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে গেছে জার্মানির। চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা।
৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। গত মাসে গ্রুপ পর্বের প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করছিল তারা।