বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব প্রাপ্ত পাঁচজন শপথ নেবেন মঙ্গলবার।
মঙ্গলবার দুপুর ১টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করাবেন।
৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদের জন্য ধারাবাহিক রদ-বদলের অংশ হিসেবে ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একইদিনে সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেওয়া হয়।