বাংলাদেশ যদি গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটাতে চায় তাহলে সব কিছুর আগে দরকার নির্বাচন এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন গত ১৫ বছর যে খুন, গুম, বাড়ি পোড়ানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে; তার বিরুদ্ধেই যুদ্ধ করেছে বাংলার জনগণ। দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য জনগণ সব করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়িতে নাট মন্দিরে পূজা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, মালিকানা ফিরে পেতে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন আর যত কম সময়ের মধ্যে নির্বাচন হবে; জনগণ তত তাড়াতাড়ি দেশের মালিকানা ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’
তিনি বলেন, বাংলাদেশে যদি গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক অর্ডারে উত্তরণ ঘটাতে হয়, যার জন্য বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে যুদ্ধ করেছে। প্রাণ দিয়েছে, প্রাণহানি হয়েছে, ঘুম হয়েছে, বাড়িঘর হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা-বাণিজ্য হারিয়েছে কী হারায়নি। বাংলাদেশটাকে যেভাবে লুটপাট করা হয়েছে এর বিরুদ্ধে তো যুদ্ধের কারণ ছিল বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়া।