টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল।আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ দিয়ে পেশাদার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি। এক ভিডিওবার্তায় নিজের অবসরের ঘোষণা দেন।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম বিজয়ী ১৯৮৬ সালের ৩ জুন স্পেনের মানাকো অঞ্চলে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন।
এক নজরে রাফায়েল নাদালের ক্যারিয়ার প্রোফাইল
এটিপি শিরোপা: ৯২
গ্র্যান্ড স্ল্যাম: ২২
ক্যারিয়ার আয়: ১৩৪.৯ মিলিয়ন মার্কিন ডলার (১২৩ মিলিয়ন ইউরো)
অস্ট্রেলিয়ান ওপেন (দুইটি শিরোপা): ২০০৯ ও ২০২২ সাল
ফ্রেঞ্চ ওপেন (১৪টি শিরোপা): ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সাল
উইম্বলডন (দুটি শিরোপা): ২০০৮ ও ২০১০
ইউএস ওপেন (চারটি শিরোপা): ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯ সাল
অলিম্পিক স্বর্ণ: ২০০৮ (একক), ২০১৬ (দ্বৈত)
ডেভিস কাপ (পাঁচটি শিরোপা): ২০০৪, ২০০৮, ২০০৯, ২০১১ ও ২০১৯ সাল
র্যাংকিংয়ে শীর্ষস্থানে অবস্থানের মেয়াদ: ২০৯ সপ্তাহ
বছর শেষে র্যাংকিংয়ের এক নম্বরে অবস্থান: ২০০৮, ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯ সাল